মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী কেন্দ্রীয় কমিটির সহ শিল্প ও বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান মনোনয়নপত্র দাখিল করেন।
সোমবার(২৯ডিসেম্বর) দুপুরে কমলনগর উপজেলা সহকারী রিটার্ন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামান এর কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, বিএনপি সদস্য নুরুল ইসলাম, মিডিয়া ম্যানেজার ব্যারিষ্টার একেএম রেজাউল করিম।
এসময় আশরাফ উদদিন নিজান বলেন, নির্বাচনে প্রশাসন যেন সমান ভাবে সব প্রার্থীর সমন্বয়ে মাঠে কাজ করেন এবং সুন্দর সুশৃঙ্খলভাবে নির্বাচন শেষ করে সে আহবান থাকবে। আমি সব প্রার্থীদের সাথে আলাপ করেছি। একসাথে মনোনয়ন ফরম জমা দিতে চেয়েছি। জামায়াত, ইসলামী আন্দোলন, জেএসডিসহ মনোনয়ন ফরম যারা নিয়েছে সবার সাথে আলাপ করে মনোনয়ন ফরম জমা দিয়েছি। আমি চলমান নির্বাচনে রামগতি-কমলনগরের সকল ভোটারের দোয়া চাচ্ছি। ২৪শের গণতন্ত্রের পুনরুদ্ধার, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের কল্যাণে তারেক রহমানের ৩১দফা পরিকল্পনা বাস্তবায়নের করতে হবে। তবে সবার আগে বাংলাদেশ বির্নিমান করতে হবে।


















