৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ রাত ১০:৪৯ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

সম্পাদকীয়: শুভ জন্মাষ্টমী

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ২৬, ২০২৪ ৭:০৩ অপরাহ্ণ

সাম্প্রতিক স্বদেশ ডেক্স: শুভ জম্মাষ্টমী আজ। বন্যাদুর্গতদের প্রতি সহমর্মিতা প্রকাশে সনাতন ধর্মাবলম্বীদের উপাস্য ভগবান শ্রীকৃষ্ণে জন্মদিন। এ বছর পালিত হচ্ছে অনাড়ম্বরভাবে। অসত্য, অসুন্দও ও অকল্যাণের বিরুদ্ধে লড়তে সত্য, সুন্দও ও কল্যাণের প্রতিভূত হয়ে এ দিনে আবির্ভুত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ।

সনাতন ধর্মাবলম্বীদেও বিশ্বাস, মানবতার কল্যাণ সাধনে তিনি মানবরূপে আসেন এ পুথিবিতে আজ থেকে প্রায় ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’ ব্রত নিয়ে নিরাকার ব্রহ্ম বাসুদের ও দেবকীর সন্তান হিসেবে জন্ম নেন। তিনি যে সময় আবির্ভূত হয়েছিলেন সে সময় অনাচার ত্রাসের রাজত্ব চলছিল সমসাময়িক বিশ্বে।

অশুভ শক্তির ভ্রুকুটির শিকার হয়েছিল মানবতা। সমকালীন শাসকদের অনেকেই সুনীতি বিসর্জন দিয়ে স্বেচ্ছাচারিতায় মত্ত হয়ে উঠেছিলেন। মথুবার রাজা উগ্রসেনকে উৎখাত কওে তার দাম্ভিক পুত্র কংস সিংহাসনে আরোহন করেন। একই সময়ে আরো কয়েকজন শাসকের কর্মকান্ডেও মানবতার আর্তধ্বনি বেজে উঠছিলো।

মানবতার সেই দুঃসময়ে ক্ষমতাদর্পিরা নারীর প্রকাশ্য অমর্যাদার ঘটনাও ঘটিয়েছে। বিচারের বানী যখন নিভৃতে কাঁদছিল ঠিক তখনই শ্রীকৃষ্ণের আহমন ঘটে সত্য সুন্দর ও কল্যাণের বার্তা নিয়ে। অশুভ শক্তির পতন ঘটিয়ে পৃথিবীতে সুশাসন নিশ্চিত করেন এ দেবপুরুষ। অত্যাচারী কংসরাজের বোন দেবকীয় গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহন করেন।

দেবকীয় সন্তানের হাতে নিজের মৃত্যু হবে এ দৈব্য বাণী জেনে রাজা কংস বোনের সাত সন্তানকে ভূমিষ্ট হওয়া মাএই হত্যা করেন। তবে শেষ রক্ষা পাননি পাপিষ্ঠ কংসরাজের। তার জিঘাংসা থেকে অলৌককভাবে প্রাণে রক্ষা পান ভগবান শ্রীকৃষ্ণ। শুধু প্রাণে রক্ষা নয় অত্যাচারী রাজাদের ধ্বংসও তিনি নিশ্চিত করেন।

পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণে আবির্ভাব ঘটেছিলে সত্য, সুস্দও ও কল্যাণের বানী নিয়ে। অসত্য অসুন্দর ও অকল্যাণের বিরুদ্ধে লড়াইয়ে শ্রীকৃষ্ণের অপরাজেয় আদর্শ একবিংশ শতাব্দীতেও প্রাসঙ্গিকতার দাবিদার। বিশ্বে আজ যখন হানাহানি ও অশান্তি মাথা চাড়া দিয়ে উঠছে তখন শ্রীকৃষ্ণের অবিনশ্বর মানবিক চেতনা শান্তি ও কল্যাণের প্রতি আমাদের অভিনন্দন।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা