খায়রুল আলম ফয়সাল, কিশোরগঞ্জ প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়ার আগে জেনে শুনে দিবেন, বর্তমানে দেশে নানা ধরনের গুজবের জন্য অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়। এসব বিষয়ে সকলকে সজাগ থাকার আহবান জানান। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এর মতবিনিময় সভায় এমন কথা বলেন কিশোরগঞ্জের নব যোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম ( বার)।
রবিবার বিকেলে কিশোরগঞ্জ পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে কিশোরগঞ্জ জেলার নব যোগদানকৃত পুলিশ সুপারের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কিশোরগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি ভূপেন্দ্র ভৌমিক দোলন, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এর সভাপতি ক্ষীতিশ দেবনাথ, সাধারণ সম্পাদক প্রণব কুমার সরকার ও ১৩ উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম ( বার) সভাপতিত্ব করেন এবং আগত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় তিনি সকলকে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন ও আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের কঠোর অবস্থান এর কথা ব্যক্ত করেন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অনির্বাণ চৌধুরীসহ জেলা পুলিশ অন্যান্য কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।