দিদারুল আলম, সুবর্নচর (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী জেলার সুবর্নচর উপজেলার ৩ নং চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর মৌজার বাসিন্দা মো. হানিফ ওরফে নথি হানিফ ও তার ছেলেদের বিরুদ্ধে নিজেদের নামে ভূয়া ও জাল নথি তৈরি করে অন্যের জমি জবর দখলের অভিযোগে এবং এলাকার নিরিহ মানুষদের নামে মিথ্যা মামলা ও সংবাদ সম্মেলন করার প্রতিবাদে ইউনিয়নের সিদ্দিক মার্কেট এলাকায় ভুক্তভোগী ও এলাকাবাসির অংশগ্রহণে অদ্য ১২ সেপ্টেম্বর ২০২৪ বেলা ১২ টায় এক প্রতিবাদ সভা মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিক্ষোভ মিছিল সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগী লোকজন বলেন নথি হানিফ ও তার ছেলে আবু বকর সিদ্দিক বিগত ফ্যাসিবাদি সরকারের আমলে নিজেকে কৃষক লীগের নেতা পরিচয় দিয়ে এবং সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে তোলা ছবি প্রদর্শন করে এলাকার মানুষদের ভয়ভীতি দেখিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। সে চল ছাতুরীও প্রতারণার মাধ্যমে এলাকার অসংখ্য মানুষের জায়গা জমি এবং বাড়িঘর৷ ভুয়া নথি ও কাগজ তৈরির মাধ্যমে নিজের ও পিতার নামে করে নেয়। জাল নথি সৃজন করে অসংখ্য মানুষদের নিজেদের বাড়িঘর থেকে উচ্ছেদ করে। কেউ প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে মামলা হামলা করে নির্যাতন করত। ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পেত না।
এ বিষয়ে এলাকার চেয়ারম্যান একাধিক বার সালিশ বিচার করে মিমাংসা করলেও সোব বিচারের রায়কে আমলে না নিয়ে দিনের পর দিন অন্যের জমি বাড়িঘর জবর দখলে রেখে ভোগ করে আসছিল।
ইতিমধ্যে ফ্যাসিবাদি সরকারের পতনের পর সে পরিবার পরিজনদের নিয়ে অন্তগোপনে চলে যায় বলে জানায় ভুক্তভোগী লোকজন। এসময় জমির প্রকৃত মালিকগন তাদের জমি ও বাড়ির দখল বুঝে নেয়।
এখন পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসায় আত্বগোপন হতে বেরিয়ে এসে এলাকার নির্যাতিত লোকদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মিথ্যা, ভূয়া ও ভিত্তিহীন অভিযোগ উপস্থাপন করে সম্মানহানী করছেন বলে অভিযোগ করেন মানববন্ধনে অংশগ্রহণকারী লোকজন।
এসময় তারা উক্ত নথি হানিফ ও তার ছেলে আবু বকর সিদ্দিক সহ সকল অপরাধীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এবিষয়ে জানতে ৩ নং চরক্লাক ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. আবুল বাসার কে ফোন দিলে তিনি বলেন এর আগেও কয়েকবার এঘটনা নিয়ে ইউনিয়ন পরিষদে সালিশি বৈঠকে বসেছি কিন্তু নথি হানিফ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের ক্ষমতা দেখিয়ে বিচার সালিশ প্রত্যাখ্যান করে চলে যান।