সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাকুন্দিয়ার সুজনের মৃত্যু

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: সৌদি আরবে ফ্যাক্টরীতে কাজ করার সময় সুজন (৪৬) নামের এক বাংলাদেশী শ্রমিকের মৃত্যু হয়েছে। সৌদি আরবের স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে (১৯ মে) এই ঘটনা ঘটে। ৪৬ বছর বয়সের মৃত সুজন মিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের বিশুহাটি গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে।
পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ৭,৮,৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আছিয়া আক্তার রবিবার (২১ মে) সকাল ১১টার দিকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। নিহত সুজনের পরিবারের বরাতে তিনি জানান, সুজন প্রায় চার বছর পূর্বে সৌদি আরবে গিয়ে আলকাদানি একটি কোম্পানীতে চাকুরী করতেন। বৃহস্পতিবার দুপুরে কাজ করার সময় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইউপি সদস্য আরও জানান, সুজনের মরদেহ বাংলাদেশে আনার প্রস্তুতি চলছে।
Please follow and like us: