হোসেনপুরে পানিতে ডুবে যুবকের মৃত্যু

মো. জাকির হোসেন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: হোসেনপুরে পানিতে ডুবে উজ্জল মিয়া (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার পূর্ব দ্বীপেশ্বর এলাকায় এ ঘটনা ঘটেছে। সে ওই এলাকার মৃত: সিরাজ উদ্দিনের ছেলে। জানাযায় তিনি দীর্ঘদিন যাবত মানষিক ভারসাম্যহীন ও মৃগী রোগে ভোগছিলেন।
বৃহস্পতিবার তিনি নিজেদের বাড়ির পাশে প্রতিদিনের মত গোসল করতে যান। ওই দিন দীর্ঘক্ষণ পরও গোসল থেকে বাড়িতে না ফিরলে স্থানীয়রা গিয়ে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোসেনপুর আবাসিক মেডিকেল অফিসার ডা. আবদুল্ল্যাহ আল শামীম বিষয়টি নিশ্চিত করেন।
Please follow and like us: