নুরুল হোসাইন, কক্সবাজার ব্যুরো চীপ: টেকনাফ উপজেলার বীরমুক্তিযোদ্ধা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব নুরুল হুদার অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে যান হিউম্যান এইড ইন্টারন্যাশনাল-এর একটি প্রতিনিধিদল।
৩০ ডিসেম্বর বিকেল ২টা সময় টেকনাফ পৌরসভার ডেইল পাড়া নিজ বাড়িতে তাঁকে দেখতে যান হিউম্যান এইড ইন্টারন্যাশনাল (আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা)-এর কক্সবাজার জেলা সাধারন সম্পাদক নুরুল হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল (আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা) কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি নজরুল ইসলাম, টেকনাফ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. কলিম, সাংগঠনিক সম্পাদক ফরহাদ রহমান, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম ও প্রচার সম্পাদক মো. শফিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বীরমুক্তিযোদ্ধা নুরুল হুদা টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ছিলেন এবং একাধারে দীর্ঘ ৩০ বছর বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি হিসেবে টানা ১৩ বছর সততা ও সুনামের সঙ্গে মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বর্তমানে তিনি কক্সবাজার জেলা প্রেসক্লাবের আজীবন সম্মানিত সদস্য এবং টেকনাফ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা হিসেবে যুক্ত রয়েছেন। মাদকের বিরুদ্ধে নিরলস সংগ্রামী এই সংগঠক। বর্তমানে ৭৫ বছর ৫ মাস বয়সে দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন।
হিউম্যান এইডের নেতৃবৃন্দ অসুস্থ বীরমুক্তিযোদ্ধার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।


















