১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রাত ১:৪১ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর
  3. কিশোরগঞ্জ
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. নারী ও শিশু
  10. নোয়াখালি
  11. ফেনী
  12. বিনোদন
  13. ভোলা জেলা
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

রামগতিতে হজ্বযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ৫, ২০২৪ ৬:৩৮ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: হজ্ব পালন করতে সৌদি আরব যাওয়া যাত্রীরা যাতে সুষ্ঠুভাবে দেশটিতে গিয়ে হজ্ব পালন করে আবার নিজ দেশে ফিরে আসতে পারেন এজন্য তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে ইসলামিয়া হজ্জ কাফেলা।

শনিবার (৪ঠা মে) বিকেলে লক্ষ্মীপুর জেলার হজ্ব পালনকারীদের দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

রামগতির জমিদার হাট উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ইসলামিয়া হজ্জ কাফেলার পরিচালক মিয়া মোহাম্মদ ইলিয়াস। এতে সভাপতিত্ব করেন কলাকোপা মাদ্রাসার শায়খুল হাদীস ও পরিচালক মাওলানা আব্দুল হান্নান।

প্রধান অতিথি হাজিরহাট কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ জায়েদ হোসেন ফারুকী। অনুষ্ঠানে সঞ্চালনা করেন হাজিরহাট কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাহবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি পৌরসভার মেয়র মেহবাহ উদ্দিন মেজু, কলাকোপা মাদ্রাসার শায়খে ছানি মাওলানা আক্তার হোসেনসহ বিভিন্ন স্থান থেকে আগত শত শত আলেম ও দর্শনার্থীরা।

জানাযায়, ১ দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থান থেকে আগত অর্ধ শতাধিক হজ্বযাত্রী প্রথম বারের মতো প্যাক্টিক্যালি প্রশিক্ষণ গ্রহণ করবে।

প্রশিক্ষণ কার্যক্রমে বিভিন্ন সেমিনারের মাধ্যমে হজ্বযাত্রীদের কিভাবে তারা হজ্বে যাওয়ার প্রস্তুতি নেবেন, সঙ্গে কী কী নেবেন, সেখানে কীভাবে হজ্ব পালন করবেন, কীভাবে ফিরে আসবেন, বিপদে পড়লে কী করবেন ইত্যাদি বিষয়ে শেখানো হয়।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর