৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১১:৫৩ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

ইটনায় আশ্রয় কেন্দ্রে সন্তান প্রসব; নাম রাখা হয় বন্যা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ১৯, ২০২২ ১১:৫৭ অপরাহ্ণ

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় সম্প্রতি বন্যায় আশ্রয় কেন্দ্রে কন্যা সন্তানের জননী হলেন হালেমা (২০)।

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল আর দুই দিনের ভারী বর্ষনে গত ১৮ জুন শনিবার নিজ ভিটে বাড়ীতে পানি উঠায় ইটনা উপজেলা সদর হীরনপুর থেকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারী কলেজের আশ্রয়নে, আশ্রয় নেয়ার পর সকাল ১১ টায় কনে সন্তান প্রসব করেন।

ইটনা উপজেলা আওয়ামী লীগের নারী নেত্রী হাজেরা বেগম ও হালেমার মাতা শিল্পী আক্তার এ প্রতিনিধিকে জানান, প্রসব ব্যথা নিয়েই হালেমা সম্প্রতি বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেন। হালেমার স্বামী দিনমজুর মাহাবুব মিয়া পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঢাকায় দিনমজুরের কাজ করেন।

এদিকে মাহাবুব মিয়ার পিতা কহুল উদ্দিন নিজে দাদা হওয়ার খবর পেয়ে রবিবার ভোরে নিজ বাড়ী ইটনা উপজেলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

হালেমা বর্তমানে তার মাতা শিল্পী আক্তার এর তত্ত্বাবধানে রয়েছে। মা ও সন্তান সুস্থ্য রয়েছে তবে হালেমার গায়ে আজ একটু জ্বর রয়েছে বলে জানান শিল্পী আক্তার। কনে সন্তানের নাম রাখা হয়েছে হামিদা আক্তার বন্যা।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা