এম. তাজুল ইসলাম, ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় পানিতে ডুবে জুমন (১৭) নামে এক মৃগী রোগী যুবকের মৃত্যু হয়।
তিনি ইটনা উপজেলা সদর বড়হাটি কাঞ্চন মিয়ার ছেলে। এলাকাবাসী সূত্রে জানাযায়, রবিবার ১২ই সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে সে তার নিজ বাড়ীর পশ্চিম দিকের বড় খালে গোসল করতে যায়। পরে গোসল করে আসতে বিলম্ব হলে আত্মীয় স্বজন অনেক খোজাখুজির এক পর্যায়ে বিকাল পনে পাঁচটায় পানির নিচ থেকে তার মৃত দেহ উদ্ধার করে।
এ বিষয়ে জিজ্ঞাসা করলে ইটনা থানা অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম মোল্লা বিষয়টি সত্যতা স্বীকার করেন।