৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রাত ৯:৪৭ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর
  3. কিশোরগঞ্জ
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. নারী ও শিশু
  10. নোয়াখালি
  11. ফেনী
  12. বিনোদন
  13. ভোলা জেলা
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

ইটনা উপজেলা ছাত্রলীগকে একটি মডেল ছাত্রলীগে পরিণত করতে হবে—এমপি তৌফিক

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ২১, ২০২৩ ৫:৫১ অপরাহ্ণ

এম তাজুল ইসলাম, ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন ২০২৩ প্র¯ু‘তি মূলক সভা আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৯শে সেপ্টম্বর) দুপুরে রাষ্ট্রপতি আব্দুল হামিদ অডিটরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ-০৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি বলেন, ইটনা উপজেলা ছাত্রলীগকে একটি মডেল ছাত্রলীগে পরিণত করতে হবে।

ইটনা উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুুতি মূলক সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইটনা উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি চৌধুরী কামরুল হাসান, সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর, কিশোরগঞ্জ জেলার ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অষ্টগ্রাম ছাত্রলীগের আহবায়ক শেখ তারিফ, ইটনা উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আলমগীর ফরিদ, কিশোরগঞ্জ পলিটেকনিক্যাল ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন পিয়াস, কিশোরগঞ্জ ছাত্রলীগ নেতা দিপংকর চৌধুরী প্রমূখ।
উপস্থিত ছিলেন ইটনা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, প্রচার সম্পাদক তাপস রায়, ইটনা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন।

প্রস্তুুতি মূলক সভায় উপজেলার ৯টি ইউনিয়নের ছাত্রলীগের নেতা কর্মীগণ অংশ গ্রহণ করেন।

প্রসঙ্গত; আগামী ২৬শে সেপ্টেম্বর বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ইনান আহমেদ এর উপস্থিতিতে ইটনা উপজেলা ছাত্রলীগের ১৮ বছর পর সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রস্তুুতি মূলক সভায় ইটনা উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে সিভি জমা দেন ছাত্র নেতা স¤্রাট রিংকু, রোকেল আহমেদ ও তোফজ্জল হোসেন।

অপরদিকে সাধারণ সম্পাদক পদে রিয়াদুল হাসান হৃদয়, আল আমিন হোসেন উজ্জল, দিপ্ত বণিক, তানভীর আহমেদ মিঠুন, সাদ্দাম হোসেন, শাহাদত হোসেন, রেজাউল করিম, রিফাত সানি সহ ৮ জন সিভি জমা দেন।

ইটনা উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি মো. ওবায়দুর রহমান সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুুতি মূলক সভা পরিচালনা করেন ইটনা উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিজয় রায়।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কিশোরগঞ্জ