২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বিকাল ৪:২৪ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর
  3. কিশোরগঞ্জ
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. নারী ও শিশু
  10. নোয়াখালি
  11. ফেনী
  12. বিনোদন
  13. ভোলা জেলা
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্ত্রী ও বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কুপিয়ে জখম

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ১৫, ২০২২ ১২:১৫ পূর্বাহ্ণ

খায়রুল আলম ফয়সাল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্ত্রী ও বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটের হামলায় গুরুতর আহত হয়েছেন ইমরানুল হক (৩২) নামের এক যুবক। ঈদুল আজহার পরের দিন সোমবার (১১ জুলাই) বিকেলে উপজেলার হোসেন্দী ইউনিয়নের নবাগিয়া বিলের কাছে এ ঘটনা ঘটে। এসময় বখাটেদের হামলায় ইমরানুল হকেট চাচাত ভাই মহসিন ভূইয়া মিন্টুও আহত হয়।

এবিষয়ে ইমরানের বাবা আজহারুল হক ভূঞা বাদি হয়ে পাকুন্দিয়া থানায় মঙ্গলবার (১২ জুলাই) লিখত একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ঈদুল আজহার পরের দিন সোমবার (১১ জুলাই) পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের নয়াপাড়া হইতে কন্দরপদী পর্যন্ত নবাগিয়া বিলের পাশে নতুন রাস্তায় তাঁর ছেলে, মেয়ে, পুত্রবধুসহ পরিবারের লোকজন বেড়াতে যায়। এসময় স্থানীয় এক যুবক মেয়ে ও পুত্রবধূর ছবি ও ভিডিও ধারণ করতে থাকে। ছবি ও ভিডিও তুলতে বাধা দেয় তার ছেলে ইমরানুল হক। এনিয়ে বখাটেদের সাথে বাকবিতণ্ডা হয় ইমরানুল হক ও তার চাচাতে ভাই মহসিনের। বাকবিতণ্ডার একপর্যায়ে বখাটেরা চাপাতি, বৈঠা, লাটি ও চাকু দিয়ে ছেলে ইমরানের মাথায় আঘাত করে। এসময় ভাতিজা মহসিন ভূইয়া মিন্টুর এগিয়ে গেলে তার পায়েও আঘাত করে।

পরে স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমনে ইমরানুল হক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগে তিনি উপজেলার হোসেন্দী নয়া পাড়ার গ্রামের নূর হোসেনের ছেলে মোস্তাকিম (৪০), কামরুলের ছেলে রিফাত (২০) ও আরাফাত (২৩), দুলাল মিয়ার ছেলে পিয়েল (২০), এংরাজ মিয়ার ছেলে রিজন (১৯), মিজানের ছেলে বিল্লাল (২১), সুরুজ মিয়ার ছেলে নাহিদ (১৯) এই সাত জনের নাম উল্ল্যেখ করেন। এছাড়াও অজ্ঞাত ৮/১০ বাখাটেকে অভিযোক্ত করেছেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। দোষীদের বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর

আপনার জন্য নির্বাচিত