৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৭:৫২ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

উপ-সম্পাদকীয়: রব চৌধুরীর মত মানুষেরা মরে না। তারা বেঁচে থাকে আজন্ম সাধারণ মানুষের অন্তরে

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ১:০১ পূর্বাহ্ণ

জহির উদ্দিন সুমন: আজ রামগতির সাবেক সংসদ সদস্য, সাবেক সচিব, ডাকসুর সাবেক জিএস, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, সি এস পি আবদুর রব চৌধুরী সাহেবের ৭ম মৃত্যু বার্ষিকী। ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি রব চৌধুরী সাহেব হঠাৎ দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান। রব চৌধুরী সাহেব ছিলেন একজন শিক্ষানুরাগী। তাঁর জীবদ্দশায় তিনি রামগতির নতুন শিক্ষিত মেধাবী হিসেবে গড়ে তুলতে আলেকজান্ডার সরকারি কলেজ প্রতিষ্ঠা করেন, সেবাগ্রাম ফজলুর রহমান উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, রামদয়াল সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এছাড়াও সরকারী আমলা থাকা অবস্থায় ও রামগতির সংসদ সদস্য থাকা অবস্থায় তিনি প্রায় রামগতির সকল শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা ও সরকারি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এছাড়াও পাঠ্য বইয়ের বাইরে জ্ঞান অর্জন করার জন্য উপজেলা পরিষদের পাশে একটা রব চৌধুরী গণ পাঠাগার চালু করেন। সেখানে অনেক ধরনের বই সহ সাহিত্য, উপন্যাস, গল্প, মুক্তিযুদ্ধের ইতিহাস সহ দৈনিক পত্রিকা প্রতিদিন ছাত্র-ছাত্রী সহ সাধারণ জনগণ পড়তো। এছাড়াও শিক্ষিত ছেলেদেরকে যোগ্য স্থানে চাকরির সুযোগ করে দিতে উনি ছিলেন সদা উৎসাহী।

তিনি যখন নওগা’র ডিসি থেকে ঢাকায় সচিব হিসেবে আসলেন তখন থেকেই তাঁর মাথায় ছিল একজন আইনজীবী হবেন। অবশেষে তিনি আইন পেশায় সাফল্য অর্জন করে সুপ্রিম কোর্টের বিশিষ্ট একজন আইনজীবীতে পরিণত হন। আইনজীবী থাকা অবস্থায় তাঁর কাছ থেকে দল মত নির্বিশেষে জটিল জটিল মামলার আইনি সহায়তা পেয়েছেন অনেকেই। সংসদ সদস্য থাকা অবস্থায় মতির হাট থেকে শুরু করে বয়ার চর পর্যন্ত প্রতিটি গরীব, নিরীহ, ভূমিহীন, ছিন্নমূল মানুষ গুলোকে কবিতায়, গানে, ছন্দে, বক্তৃতায়, তালিয়া বাজিয়ে সাধারণ মানুষের অন্তরে অবস্থান করে নেন আজীবনের জন্য। রামগতির উন্নয়নের এমন কোন স্তর বাকি নেই যেখানে রব চৌধুরীর হাতের ছোঁয়া লাগেনি। রব চৌধুরীর মত মানুষেরা মরে না। তারা বেঁচে থাকে আজন্ম সাধারণ মানুষের অন্তরে।

রব চৌধুরীর যখন সেবাগ্রামের বাড়ি ভেঙ্গে গেল তখন তিনি উপজেলা পরিষদে আজাদ চেয়ারম্যানের বাসায় পাশে ‘একটি ফুলকে বাঁচাবো বলে’ বাসাটি নির্মাণ করেন। আমাদের সকল উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম ওই বাসাতেই পরিচালিত হত। ২০০৪ সালের কোরবানির ঈদে রামগতি উপজেলা আওয়ামী লীগের পূর্ণমিলনের আয়োজন করা হয়েছিল রব চৌধুরীর বাসার বাউন্ডারি ভিতরে। সেই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রব চৌধুরী সাহেব তাঁর বাসার ভিতরের গাড়ির গ্যাজের পশ্চিম পাশে কবরস্থানের জন্য যে জায়গা আছে সেদিকে আঙ্গুল তাক করে বলেছেন ওনার শেষ ইচ্ছে হলো মৃত্যুর পরে তার জন্মস্থান রামগতিতে তার বাসায় মাটি দেওয়া হবে এটাই তার শেষ ইচ্ছা। ওনার স্বপ্নের রামগতির মাটিতেই উনি চিরনিদ্রায় শায়িত হতে চেয়েছিলেন।আমরাও চেয়েছিলাম মৃত্যুর পরে রব চৌধুরীকে রামগতিতে মাটি দেওয়া হোক।রব চৌধুরী রামগতির রত্ন ছিল,রব চৌধুরী রামগতির মানুষের ছিল। কিন্তু ওনার মৃত্যুর পর ওনার লাশ রামগতিতে মাটি দিতে অস্বীকৃতি জানায়। এমনকি মরহুম আজাদ চেয়ারম্যান হেলিকপ্টার ভাড়া রামগতিতে এনে কলেজ মাঠে একটা জানাযার নামাজ পড়িয়ে ঢাকা নিয়ে মাটি দেওয়ার কথা বললেও ওনার স্ত্রী সন্তানরা তাতেও অস্বীকৃতি জানায়।

অবশেষে রামগতির প্রাণপুরুষ কে রামগতির মানুষকে শেষ বারের মত দেখতে না দিয়ে ঢাকায় জানাযার নামাজ পড়িয়ে গুলশানে মাটি দেন। রব চৌধুরী গুলশানের মাটিতে চিরনিদ্রায় ঘুমিয়ে থাকলেও রব চৌধুরী আজীবন আছে থাকবে রামগতির আলো, বাতাসে ও সাধারণ মানুষের অন্তরে। রব চৌধুরী কীর্তিমান আর কীর্তিমানের মৃত্যু নাই।

অবশেষে বলবো মহান আল্লাহ রব চৌধুরীর জীবনের সকল ভূল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক। আমিন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অষ্টগ্রামে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত

হোসেনপুরে মসজিদের সাউন্ড সিসেন্টম চুরি

লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ড. সারু

পাকুন্দিয়ায় পাচারকালে ৫০ বস্তা ডিএপি সার জব্দ

রামগতি পৌরসভায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

রামগতিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আনসার মহাপরিচালক পক্ষ থেকে বস্ত্র সামগ্রী বিতরণ

পত্নীতলায় সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাকুন্দিয়া বুরুদিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন অনুষ্ঠান