৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৯:৪৪ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

কমলনগরের (ওমান প্রবাসী) তাজাম্মাল হোসেন সবুজের ওমানে মৃত্যু

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ৯, ২০২৪ ৬:৪৬ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ওমানে তাজাম্মল হোসেন সবুজ (৪৪) নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। সোমবার বাংলাদেশ সময় ভোর ৫:৩০ টার সময় মাসকাট শহরের নিজ বাসায় মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তার আরেক ছোট ভাই শরীফ মাহমুদ ফারক। তিনিও বড় ভাই সবুজের সাথে একই বাসায় থাকতেন। সবুজ লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের উপজেলা সংলগ্ন আবুল কালামের বড় ছেলে। তার বাড়িতে স্ত্রী ও দুই ছেলে রয়েছেন।

নিহত সবুজের ছোট ভাই স্থানীয় সাংবাদিক আমজাদ হোসেন আমু জানান, তার বড় ভাই দীর্ঘ দিন থেকে ওমানে থাকেন। গত দুই দিন থেকে বুকে ব্যাথা অনুভব করছেন তিনি। বিষয়টি আমাদেরকে জানালে আমরা তাকে দেশে চলে আসতে বলি। সকালে তার বুকের বেড়ে গেলে তার আরেক ভাই শরীফ মাহমুদ ফারুক তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে সবুজের মরদেহ ওই হাসপাতালে মর্গে রয়েছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের মাধ্যমে সবুজের মরদেহ দ্রুত দেশে আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তা পরিবার।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত