৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ সন্ধ্যা ৭:১৫ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

কমলনগরে প্রাথমিক শিক্ষকদের দ্বিতীয় দিনের মতো কর্মসূচী পালন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ৮, ২০২৫ ১:০০ পূর্বাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে সারাদেশের ন্যায় কমলনগর উপজেলার ৬৯ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪ শতাধিক সহকারী শিক্ষক সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ১ঘন্টা কর্ম বিরতি পালন করেছেন।

মঙ্গলবার (৫ মে) সকাল থেকে কমলনগর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এ কর্ম বিরতি পালন করা হয়।

জানা যায়, প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ব্যানার এ কর্মবিরতির ডাক দিয়েছে সহকারী শিক্ষকরা। ১১তম গ্রেডে বেতন নির্ধারণসহ তিন দফা দাবিতে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা টানা কর্মবিরতি পালন করার ঘোষণা দেওয়া হয়। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি মোতাবেক ৫মে থেকে ১৫মে পর্যন্ত ১ঘন্টা, ১৬মে থেকে ২৫মে পর্যন্ত ২ঘন্টা, ২৬মে থেকে পূর্ণ দিবস। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্ম বিরতি কর্মসূচি চলবে।

এবিষয়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কমলনগর উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ ইউনুছ বলেন, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উচ্চ শিক্ষা নিয়ে যুক্ত হয়েছেন। কিন্তু সরকার শিক্ষকদের প্রাপ্য মর্যাদা দিচ্ছে না। আমাদের দাবি ১০গ্রেড ছিল। দেশের সার্বিক দিক বিবেচনা করে আমরা ১১তম গ্রেড দাবি করছি। ২০০৯ সালে সহকারী শিক্ষকরা পদোন্নতি দেওয়া হয়েছিল। ১৬বছরের মধ্যে আর কোন পদোন্নতি দেওয়া হয়নি। দেশের মোট বিদ্যালয়ের প্রায় অর্ধেক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য থাকার পরও পদোন্নতি দিচ্ছেন না। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দিয়ে বিদ্যালয় পরিচালনা করা হচ্ছে। একজন শিক্ষক ২৫/৩০বছর চাকুরী করার পরও পদোন্নতি পাচ্ছেন না। একই পদে থেকে অবসরে যাচ্ছেন।

তিনি আরো বলেন, অন্যদিকে ২০১৫ সালের জাতীয় পে-স্কেলের নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে একজন সরকারি চাকুরীজীবী ১০বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার কথা। কিন্তু শিক্ষকদেরকে বিভিন্ন অজুহাত দেখিয়ে তা থেকে বঞ্চিত করা হচ্ছে। এভাবে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন করা কোন ভাবেই সম্ভব হবে না। প্রধান উপদেষ্টার নিকট এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য জোর দাবি জানাই।

উপজেলা শিক্ষক সমিতির নির্বাহী সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, ন্যায্য দাবি আদায়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনে আমরা সবাই ঐক্যবদ্ধ। আজ ১ ঘণ্টা কর্মবিরতি লক্ষ্মীপুর জেলা তথা আমাদের কমলনগরে যথাযথ ভাবে পালন করা হয়েছে। সে জন্য উপজেলার সহকারী শিক্ষকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আগামী দিনগুলোতে কর্মসূচি পালনের আহ্বান জানাই।

সহকারী শিক্ষক ফারজানা আক্তার পলি বলেন, প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের উত্থাপিত দাবি শুধু শিক্ষকদের অধিকার নয়, এটি দেশের শিক্ষার ভিত্তিকে সুদৃঢ় করার প্রশ্ন। সহকারী শিক্ষকরা আজও ১১তম গ্রেডের নিচে বেতন পেয়ে থাকেন, যেখানে তাঁদের কাজের পরিধি ও দায়-দায়িত্ব মূল শিক্ষকদের সমতুল্য। যোগদানের দুই যুগ পার হলেও অধিকাংশ শিক্ষক আজও পদোন্নতির সুযোগ পাননি। এতে পেশাগত উৎকর্ষ ব্যাহত হচ্ছে, শিক্ষার মান উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি আরো বলেন, ঐক্য পরিষদ থেকে আমরা যে দাবিগুলো তুলেছি—যেমন: ১১তম গ্রেডে বেতন স্কেল,উচ্চতর গ্রেড প্রাপ্তিতে জটিলতা নিরসন ও প্রধান শিক্ষক পদে শতভাগ দ্রুত পদোন্নতি। এই চাওয়া কোনো বিলাসিতা নয়, বরং ন্যায্য অধিকার। সরকারের উচিত অবিলম্বে এই যৌক্তিক দাবি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষকদের মধ্যে ন্যায্যতা প্রতিষ্ঠা করা এবং প্রাথমিক শিক্ষার ভিতকে আরও শক্তিশালী করা।”

সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হচ্ছে: সরকারের গঠিত কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ। ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন। প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি প্রদান।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

ছুটি নিয়ে ২ বছর ধরে বিদেশে রামেক এর দুই নার্স, তুলছেন বেতন-ভাতা!

রামগতিতে স্কুল শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা, শিক্ষার্থীদের মানববন্ধন

পত্নীতলায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন

কুলিয়ারচরে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত

লক্ষ্মীপুর-০৪ (রামগতি-কমলনগর) উন্নয়নের রূপকার সাবেক এমপি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন (পর্ব-০১)

কমলনগরে ধান ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

পাকুন্দিয়ায় ৫৫পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী ভিপি হেলাল

নান্দাইলে আগস্ট মাসের বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের মাঝে চরম অসন্তোষ

পাকুন্দিয়ায় ডা. সুলতানুল আলম স্মৃতি ফুটবল খেলা অনুষ্ঠিত