সাম্প্রতিক স্বদেশ ডেক্স: লক্ষ্মীপুরের কমলনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়ন কার্যক্রম-২০২৫এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর ২০২৫ইং) বিকাল ৩ ঘটিকায় কমলনগরস্থ সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান সাহেবের বাস ভবনে এ কার্যক্রমের উদ্বোধন হয়।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দীন শিকদার ডালিম।
কমলনগর উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপি’র সদস্য সচিব সাহাবুদ্দীন সাবু।
কমলনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম দিদার হোসেন এর সঞ্চালনায় প্রধার বক্তা হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক এডভোকেট মো. হাসিবুর রহমান, কমলনগর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব গোলাম কাদেরসহ প্রমূখ।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা যুবদলের আহ্বায়ক মাওলানা ইউসুফ পাটওয়ারী, সদস্য সচিব আবু সায়েদ দোলন, কমলনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সাজ্জাদ হোসেন সাজু, সদস্য সচিব জাফর আহমেদ ভূঁইয়াসহ প্রমূখ।