১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৩:৪০ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

কমলনগরে সৎ দক্ষ শিক্ষা অফিসারের বদলীজনিত বিদায়ী সংবর্ধনা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ১৭, ২০২৫ ১১:৩৫ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা সহ-শিক্ষা অফিসার জহিরুল ইসলামের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার উপজেলা রিসোর্স সেন্টারে এ সংবর্ধনার আয়োজন সম্পন্ন করেন উপজেলায় কর্মরত সকল বিদ্যালয়ের শিক্ষক ও প্রধান শিক্ষকগণ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রান্তিক সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহ-শিক্ষা অফিসার মোহাম্মদ টিপু সুলতান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর শেখ আহমদ মজুমদার।

প্রধান শিক্ষক মো. মাকছুদুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান হাবিব, সফিকুল ইসলাম কামাল, শিক্ষক জাহাঙ্গীর আলাম, প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুল হাসান, আবদুর রহমান সেলিম, নুরুল আমিন, রেহানা জামান, আবুল হাসেম, হুমায়ুন কবির, শরিফ উদ্দিন, জীবন কৃষ্ণ, বশির আহমদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ হারুনুর রশিদ, আমজাদ হোসেন, নাসির উদ্দিন, মরিয়ম বেগম, সুলতানা আকতার, শিক্ষক মো. মাকছুদুর রহমান, মো. ইবরাহীম, মো. মঈনুল ইসলাম, সেকান্তর আলী, কাজী মুহাম্মদ ইউনুছ, মাহবুব উল্লাহ, আলমগীর হোসেনসহ প্রায় শতাধিক শিক্ষক।

উল্লেখ্য উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম বিগত ২০১৩ খ্রীস্টাব্দে চাকুরিতে যোগদান করে প্রথম পদায়ন পেয়ে থাকেন কমলনগর উপজেলা সহ-শিক্ষা অফিসার হিসেবে। যোগদানের সময় থেকে টানা দীর্ঘ ১২ বছর তিনি অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে একই উপজেলায় দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘ সময় ধরে চাকুরি করাকালে তিনি উপজেলার সকল শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে নিবিড় হৃদ্যতা গড়ে তোলেন। তাঁর বিচক্ষণতা, নিবিড় পর্যবেক্ষণ ও সুনিপুণ কর্মদক্ষতার ফলে উপকূলীয় এ উপজেলায় প্রাথমিক শিক্ষার শক্তিশালী ভীত তৈরি হয়েছে, অভাবনীয় উন্নয়ন ঘটেছে প্রাথমিক শিক্ষায়। প্রাথমিক শিক্ষায় তাঁর অপরিসীম অবদান স্বীকার করে উপস্থিত বক্তাগণ তাকে কৃতজ্ঞতা জানিয়ে সম্মাননা প্রদান করেন। এসময় এ কর্মকর্তা আবেগতাড়িত হয়ে কর্মক্ষেত্রে বিভিন্ন সময়ের স্মৃতিচারণ করেন এবং সকল শিক্ষকের নিকট দোয়া কামনা করেন।

প্রসঙ্গত: উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম সম্প্রতি সরকারি আদেশে সাধারণ বদলী হয়েছেন চাঁদপুর উপজেলার ফরিদগঞ্জ উপজেলায়।

সর্বশেষ - কমলনগর উপজেলা