মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: কমলনগর উপজেলায় ৪০০ গ্রামের ৩২ বোতল চোলাইমদসহ আবদুল খালেক নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ ।
মঙ্গলবার (২ নভেম্বর) সকালে উপজেলার ফজুমিয়ার হাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক বিক্রেতা নোয়াখালীর সদর আন্ডার চর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩২ বোতল চোলাইমদসহ আব্দুল খালেককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।