মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে ৪ ইটভাটা মালিকের আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুরে চরকাদিরা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুদ্দিন মো. রেজা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় সাদ্দাম হোসেন এ জরিমানা করেন। এ সময় বাংলা ভাটা হওয়ায় তিন ভাটার টিনের চিমনি অপসারণ করা হয়। জরিমানাকৃত ভাটাগুলো হলো মেঘনা ব্রিকস, সুমাইয়া ব্রিকস, হাজী হক ব্রিকস, আল্লাহর দান ব্রিকস।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, ইট প্রস্তুত, ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ মোতাবেক ৪ ভাটা মালিকের জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।