মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাড়ির সামনে কলাবাগানে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাশাদ (২৪) নামে এক রং মিস্ত্রির মৃত্যুর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৫) আনুমানিক সকাল ১১ টার দিকে উপজেলার রামদী ইউনিয়নের পূর্ব তারাকান্দি এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটেছে।
বিদ্যুৎস্পৃষ্টে নিহত বাশাদ (২৪), কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের পূর্ব তারাকান্দি এলাকার রং মিস্ত্রি আমড়ু মিয়ার ছেলে। নিহত বাশাদ মিয়াও পেশায় একজন রং মিস্ত্রি ছিলেন।
পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ১১ টার দিকে বাড়ির সামনে কলাবাগানে কাজ করার সময় ওই বাগানের উপর দিয়ে স্থানীয় মসজিদে যাওয়া বিদ্যুতের একটি সার্ভিস তারের জিআই তার কিছুটা উঁচুতে ঝুলে ছিলো। উক্ত বিদ্যুতের জিআই তারে লেগে বিদ্যুৎপৃষ্ঠ হয় বাশাদ। পরে তাকে বাঁচাতে গিয়ে তার মা হেলেনা আক্তারও বিদ্যুৎপৃষ্ট হয়। এরপর স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয় এবং তাদের উদ্ধার করে পাশ্ববর্তী বাজিতপুর উপজেলার ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিদ্যুৎপৃষ্ট হওয়া বাশাদকে মৃত ঘোষণা করেন এবং তার মা হেলেনা আক্তার কে প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ অবস্থায় বাড়িতে আনা হয়।
এঘটনায় কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন (পিপিএম) জানান, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তিনি বিদ্যুৎস্পৃষ্ঠে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান। তবে এ ঘটনায় কুলিয়ারচর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


















