মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জ্হোরা।
সোমবার (১৪ জুলাই, ২০২৫) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অর্থ বছরের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকীন মাশরুর খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী শাহাদাত হোসেন শাহ আলম, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা শিক্ষা অফিসার আবদুল আলিম রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জিপা সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, কুলিয়ারচর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. ফজলুল হক, বেগম নুরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মো. ইকবাল হোসেন, রামদী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোস্তফা কামাল, ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. লিটন মিয়া, কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক সদস্য ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. নাঈমুজ্জামান নাঈম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাওয়া সুলতানা, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন।
সভায় আইন শৃঙ্খলা কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী মো. রফিকুল ইসলাম এঁর শোক প্রকাশ করা হয়। এসময় মাদক, বাল্যবিবাহ, কুলিয়ারচর বাজারের যানজট নিরসন, চুরি-ছিনতাই এবং সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সিদ্ধান্ত গৃহীত হয়।