১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ সন্ধ্যা ৬:৫৫ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

কুলিয়ারচরে অসচ্ছল বীরমুক্তিযোদ্ধাদের বাড়িতে বীর নিবাস নির্মাণ শুভ উদ্বোধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ১৯, ২০২১ ১২:৪০ পূর্বাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে অসচ্ছল বীরমুক্তিযোদ্ধাদের জন্য সরকারি ভাবে আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় বীর নিবাস নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) দুপুর ২ টায় উছমানপুর ইউনিয়নের উছমানপুর গ্রামের অসচ্ছল বীরমুক্তিযোদ্ধা আসাদের ঘর নির্মাণের মধ্যে দিয়ে বীর নিবাস প্রকল্পের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া ও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী।

এসময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা পরিষদ সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা. খাদিজা আক্তার, প্রকল্পটির বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বিথী এন্টার প্রাইজের প্রতিনিধিসহ বীরমুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা. খাদিজা আক্তার জানান ২০২১-২০২২ অর্থ বছরে অসচ্ছল বীরমুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় সরকারি ভাবে ১ কোটি ৬৯ লাখ ২৪ হাজার ৫ শত ৮৪ টাকা ব্যয়ে এ উপজেলায় ১২ জন অসচ্ছল বীরমুক্তিযোদ্ধার জন্য বীর নিবাস নির্মাণ করা হবে। বাড়ীতে পাকা ঘর নির্মান কাজ শুরু হওয়ায় বীরমুক্তিযোদ্ধা ধন্যবাদ জানান।

সর্বশেষ - কমলনগর উপজেলা