মো. ওমর খান সানি, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ‘অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে-চলো যাই গ্রাম আদালতে’ উক্ত প্রতিপাদ্যকে ধারণ করে কিশোরগঞ্জের তাড়াইলে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, করণীয় নির্ধারণ বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৭ টায় তাড়াইল উপজেলার সহিলাটী বাসষ্টেশনের খোলা জায়গায় কমিউনিটি পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক সচেতনতা মূলক ভিডিও শো ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের তাড়াইল উপজেলার কো অর্ডিনেটর হাবিবুর রহমান ভুঁইয়ার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান ফরিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল আহাদ রুশু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য সংগ্রাম ভৌমিক, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুল মিয়া, সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য রিতা আকতার ও জাহানারা বেগম।
সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় গ্রাম্য আদালত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে বক্তারা বলেন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের মূল উদ্দেশ্য ও গ্রাম আদালতের সুবিধা- গ্রাম আদালত সর্ব্বোচ্চ ৩ লক্ষ টাকা মুল্যমানের ফৌজদারি ও দেওয়ানী মামলা নিষ্পত্তি করতে পারে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ উভয় পক্ষের ২ জন করে মনোনীত প্রতিনিধি নিয়ে গ্রাম আদালত গঠিত হয়, নিজ ইউনিয়ন পরিষদেই গ্রাম আদালত বসে, বিচারিক প্যানেলে নিজেই প্রতিনিধি মনোনয়ন দেয়া যায়, বাদী এবং প্রতিবাদী নিজেরাই নিজেদের কথা বলেতে পারে, আইনজীবী নিয়োগের বিধান নেই।
তারা আরও বলেন, গ্রাম্য আদালত যেসব বিরোধ নিস্পত্তি করতে পারে- চুরি, ঝগড়া-বিবাদ, কলহ বা মারামারি, দাঙ্গা, প্রতারনা, ভয়ভীতি দেখানো বা হুমকি দেয়া, কোনো নারীর শালীনতাকে অমর্যদা বা অপমানের উদ্দেশ্যে কথা বলা ও উত্যক্ত করা সহ আরও অনেক বিষয়। সবশেষে প্রতিযোগীদের মাঝে ১০ জন বিজয়ী প্রতিযোগিকে পুরস্কার প্রদান করা হয়।

















