২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৮:৫৮ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

তাড়াইলে কাউরার মাঠে অবৈধ পাটিবাঁধ দিয়ে মাছ ধরার হিড়িক

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ২৯, ২০২৫ ১২:০৮ পূর্বাহ্ণ

মো. ওমর খান সানি, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আদালতের নির্দেশ অমান্য করে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের বন্নী নদীর তীরবর্তী কাউড়ার মাঠে অবৈধ পাটিবাঁধ দিয়ে মাছ ধরার হিড়িক চলছে। যে কোনো সময় উভয়পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার জানা যায়, ধল গ্রামের মৃত আবদুল মজিদ খানের ছেলে মর্তুজ আলী খান ওরফে মহাজন কিশোরগঞ্জ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৪/৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৪৫৯/২৫। চলতি মাসের ২২ তারিখে আদালত কর্তৃক নালিশি ভূমিতে উভয় পক্ষকে শান্তি, শৃংখলা বজায়া রাখার জন্য বলা হয়। এ বিষয়ে আদালত কর্তৃক তাড়াইল থানাকে লিখিতভাবে বলা হয় সরেজমিনে বিষয়টি দেখভাল করার জন্য।

মামলার বাদী মর্তুজ আলী খান ওরফে মহাজন মামলায় উল্লেখ করেন উত্তর ধলা গ্রামের কালা মিয়ার ছেলে আজিজুল (৪০), নজরুল ইসলাম (৪৫), পারস মিয়ার ছেলে ফেরদৌস মিয়া (৩৮), ফাইজুন মিয়া (২৫), আবদুস ছাত্তারের ছেলে হিমন মিয়া (২৪) ও সোহেল মিয়া তারা খুবই দাঙ্গাবাজ, কলহপ্রিয় ও পরধন লোভী প্রকৃতির লোক। কাউরার মাঠ ও তার আশপাশে আমার নিজের ৪৭০ শতাং (৪৭ কাটা) জমিতে কৃষি ও বিভিন্ন মৌসুমী ফসলাদি ফলিয়ে ভোগ দখল করে আসছি। তিনি আরও বলেন, বিবাদীপক্ষ আমাকে নিরীহ পেয়ে দীর্ঘদিন যাবত মামলা ও অবিচার করে আসছে। ইদানিং তারা সম্পূর্ণ বেআইনী ও অন্যায়ভাবে আমাকে উক্ত ভূমি থেকে জোরপৃর্বক বেদখল করার জন্য গভীর ষড়যন্ত্র করছে। তাদের উক্ত ভূমিতে কোনো রকম স্বত্ব বা দখল নেই। তারা আমাকে উক্ত ভূমি থেকে বেদখল করার জন্য অপচেষ্টায় লিপ্ত রয়েছে এবং অনধিকার প্রবেশ করে পাটিবাঁধ দিয়ে মাছ আহরণ করেই চলছে। বিবাদীগণ আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আরও বলে যেকোনো ভাবেই হোক আমার স্বত্ব দখলীয় ভূমি তারা জোরপূর্বক দখল কবে নিবে।

মামলার বিবাদী আজিজুল, নজরুল ইসলাম, ফেরদৌস মিয়া, ফাইজুন মিয়া, হিমন মিয়া ও সোহেল মিয়া বলেন, আমরা যে সমস্ত জমিতে পাটিবাঁধ দিয়ে মাছ ধরতেছি ঐ জমিতে মর্তুজ আলী খান ওরফে মহাজনের কোনো জমি নাই। জমি থাকলেও আমরা তা জানি না। পাটিবাঁধ দেয়াটা অবৈধ স্বীকার করে তারা আরও বলেন, জমির মালিকদের টাকা দিয়ে আমরা পাটিবাঁধ দিয়ে মাছ ধরতেছি।

তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান বলেন, ইতিমধ্যে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষকে শান্তি-শৃংখলা বজায়া রাখার জন্য বলা হয়েছে।

সর্বশেষ - রামগতি উপজেলা