১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ভোর ৫:৪২ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পরকীয়া প্রে‌মের জে‌রে স্বামী‌কে হত্যার দা‌য়ে স্ত্রী ও প্রে‌মিক‌কে মৃত্যুদ‌ন্ডের রায় দি‌য়ে‌ছেন আদালত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ১১:০৭ অপরাহ্ণ

খায়রুল আলম ফয়সাল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কি‌শোরগ‌ঞ্জের ভৈর‌বে পরকীয়া প্রে‌মিককে সাথে নিয়ে স্বামী‌কে হত্যার দা‌য়ে স্ত্রী ও প্রে‌মিক‌কে মৃত্যুদ‌ন্ডের আদেশ দি‌য়ে‌ছেন আদালত। এছাড়াও প্রতিজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাম্মি হাসিনা পারভীন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন, ভৈরব উপজেলার চন্ডিবের উত্ততপাড়া গ্রামের মো. শহিদ মিয়ার মেয়ে মোছা. রোখসানা আক্তার। এবং একই গ্রামের বাবুল আহম্মেদের ছেলে আসিফ আহম্মেদ।

মামলার বিবরণে জানা যায়, নিহত মাহবুবুর রহমান বাংলাদেশ রেলওয়ে বিভাগে ঢাকার কমলাপুরে চাকুরী করতেন। স্ত্রী দুই বাচ্চা নিয়ে ভৈরবে তাঁর বড় ভাইয়ের বাসায় থাকতেন। প্রতি সপ্তাহে তিনি স্ত্রী সন্তানের কাছে আসতেন। ২০১৯ সালের ২৭ নভেম্বর সন্ধ্যায় মাহবুব ভৈরবে স্ত্রী সন্তানের কাছে আসলে পরদিন ভোরে বাসার ভিতর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্ত্রী ডাকাতির গঠনা বলে প্রচার করে সবাইকে।

পরদিন নিহতের বড়ভাই বাদি হয়ে অজ্ঞাত আসামী করে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়েন করেন।

ঐদিন পুলিশ নিহতের স্ত্রী রোকসানা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে গেলে পুলিশের কাছে পরকীয়া প্রেমিককে সাথে নিয়ে স্বামীকে হত্যার কথা স্বীকার করেন। পরবর্তীতে আদালতেই স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।

এ ঘটনায় ২০২০ সনের ৩০ মার্চ দুই জনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ।

স্বাক্ষী প্রমাণ শেষে আদালত আজ এ মামলার রায় ঘোষণা করেন।

সর্বশেষ - রামগতি উপজেলা