মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ১৫ জন অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার জন্য বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশ এর আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মামুন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শারীরিক প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করেন।
আসন্ন জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস থেকে কিশোরগঞ্জ-২ এর মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম রুহানী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহজাহান, একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আ. করিম, সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস কাসেমী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আ. জব্বার, ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশ সংস্থার সমন্বয়ক হাফেজ মো. নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফজ মজলিশের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোফাজ্জল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।