মো. মঞ্জুরুল হক মঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলা ৯ নং চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার কক্ষ থেকে কম্পিউটার সামগ্রী চুরি হয়েছে। এই ঘটনা চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. শামসুদ্দিন বাদী হয়ে পাকুন্দিয়া থানা একটি অভিযোগ দায়ের করেছে।
গতকাল (বুধবার) বিকেলে চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,থানায় করা লিখিত অভিযোগে ২ জন গ্রাম পুলিশ নাম উল্লেখ করা হয়েছে এরা হলো মোঃ দুলাল ও আব্বাস উদ্দিন নাম উল্লেখ করা হয়েছে।তারা দুইজন ঐদিন রাতে নাইট ডিউটি ছিলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ৯ নং ইউপি ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে কাজ করতেন উদ্যোক্তা। মঙ্গলবার ১২ মে বিকাল পাঁচটার দিকে কাজ শেষ করে উদ্যোক্তা কক্ষে তালা দিয়ে দিয়ে চলে যান। রাতে কক্ষ থেকে কম্পিউটার, ডেক্সটপ, ওয়ার, ক্যামেরা, প্রোজেক্ট, মডেম, সোলার ফ্রেন্ড, ব্যাটারি সহ প্রায় ২লক্ষ ৮৭ হাজার টাকার মালামাল চুরি হয়। ইউনিয়ন সচিব ফেরদৌসী বেগম পরিষদের চুরির বিষয়টি টের পান। তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেনকে জানানো হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন পরিষদের উদ্যোক্তার কক্ষে চুরির অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকাওয়াত হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।