৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১০:০৮ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

পাকুন্দিয়ায় ছড়িয়ে গেছে সরিষা চাষের লক্ষ্যমাত্রা; হলুদ ফুলে স্বপ্ন বুনছে কৃষক

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ২১, ২০২২ ১১:৫৩ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আবহাওয়া অনুকুলে থাকায় চলতি মৌসুমে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সরিষা আবাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। বাম্পার ফলের লাভের আশায় হলুদ ফুলের স্বপ্ন বুনছে কৃষক। কম খরচে অল্প পরিশ্রমে লাভ বেশী হওয়ায় সরিষা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, দিগন্ত জোড়া মাঠে সরিষা হলুদ ফুলে ছেড়ে গেছে।

কৃষকেরা জানান, আমন উৎপাদনের পর প্রায় ৩ মাস পরে থাকা পতিত জমিতে বাড়তি লাভের আশায় ব্যাপক হারে সরিষা চাষ করছে এখানকার কৃষকেরা। নদ-নদী তীরবর্তী চরাঞ্চলে পলি মিশ্রিত জমি সরিষা চাষের উপযুগী। সেচ, সার ও অন্যান্য খরচ কম হওয়ায় এবার সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়াছে।

কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, জমিতে সরিষা রোপন করা থেকে পরিপক্ক হতে সময় লাগে প্রায় দেড় থেকে দুই মাস। প্রতি বিঘা জমিতে সরিষা চাষের সব মিলিয়ে খরচ হয় দুই থেকে আড়াই হাজার টাকা। এক বিঘা জমিতে সরিষার উৎপাদন হয় ৫ থেকে ৬ মন। সরিষা উত্তোলন করে বিক্রির টাকা দিয়ে একই জমিতে বোরো ধান আবাদ করবেন চাষিরা। পৌরসদর চরপাকুন্দিয়া গ্রামের কৃষক বোরহান উদ্দিন, হাদিস মিয়া, হারুন অর রশিদ জানান, এবার আমরা আড়াই বিঘা করে সরিষা চাষ করেছি। আবাদ ভাল হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে সরিষার ভাল লাভ করতে পারবো। পাশাপাশি খাবার তেলের চাহিদাও মিটবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে উপজেলার একটি পৌরসভাসহ ৯টি ইউনিয়নে ২০২১ সালে ৪১০ হেক্টর লক্ষ্যমাত্রার মধ্যে অর্জন হয়েছে ৫৩০ হেক্টর। কৃষি প্রনোদনার আওতায় প্রত্যেককে এক কেজি করে ১ হাজার ৬শ ৫০জন কৃষককে বিনামূলে সরিষা বীজ প্রদান করা হয়েছে। আগামী তিন বছরে সরিষার আবাদ ২০২১ সালকে ভিত্তি ব্যয় ৪০% উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে কৃষি বিভাগ। চলতি মৌসুমে পাকুন্দিয়ায় উপজেলায় গম ও ভুট্টাও আবাদও বৃদ্ধি পেয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা নূরে-এ-আলম জানান, সরিষা মূলক একটি তেল ও মসলা জাতীয় ফসল। সরিষার তেলের পুষ্টিগুণ অনেক বেশী। অধিক ফলন পেতে কৃষকদের নানা পরামর্শ প্রদান করা হয়েছে। এছাড়াও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষনিক কৃষকদের সাথে মাঠে যোগাযোগ রাখছেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

রামগতিতে নদী বাঁধের ঠিকাদারী প্রতিষ্ঠানের সুপারভাইজার নিখোঁজ

কমলনগর চর লরেঞ্চ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন মাস্টার আর বেঁচে নেই

রামগতিতে শীতার্ত মানুষের মধ্যে কেন্দ্রীয় যুবলীগ নেতা অনুর কম্বল বিতরণ

রামগঞ্জে বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা

কমলনগরে অটোরিক্সা চার্জের বিদ্যুৎ সংযোগে স্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

তাড়াইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কটি ৪ লেন করার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন: স্মারকলিপি

সুবর্ণচরে হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কমলনগরের যাত্রী ছাউনি গুলো এখন ব্যবসায়িদের দখলে