১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৯:৩৮ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. ঢাকা
  8. তথ্য-প্রযুক্তি
  9. নারী ও শিশু
  10. নেত্রকোনা জেলা
  11. নোয়াখালী জেলা
  12. ফরিদগঞ্জ
  13. ফেনী জেলা
  14. বিনোদন
  15. ভোলা জেলা

পাকুন্দিয়ায় বিদেশী মদ ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ৭, ২০২২ ১১:২৫ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৃথক অভিযান পরিচালনা করে বিদেশী মদ ও ১০০ পিস ইয়াবা সহ শ্রী বিপুল চন্দ্র (জামাই বিবুল)-৪০, রাজন মিয়া (রাজু) ২৫, আলামিন (৩০) নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৫ই মার্চ) দুপুরে উপজেলার মঠখোলা বাজারে ও মির্জাপুর বাজারে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃতদের মধ্যে বিদেশী মদ ব্যবসায়ী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার পুরাটি গ্রামের মৃত বিনত চন্দ্র মোদকের ছেলে শ্রী বিপুল চন্দ্র, অপর দুই জন মাদক ব্যবসায়ী চরফরাদী গ্রামের চাঁন মিয়ার ছেলে আলামিন ও একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে রাজন মিয়া (রাজু)।

উল্লেখ্য যে বিদেশী মদ ব্যবসায়ী শ্রী বিপুল নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বীর আহম্মদপুর গ্রামের ধীরেন্দ্র চন্দ্র মোদকের জামাই। সে সিএনজি যোগে নান্দাইল থেকে মনোহরদী মদ যাচ্ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঠখোলা সিএনজি স্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়।

পাকুন্দিয়া থানার ওসি মো. সারওয়ার জাহান প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করে জানান বিশেষ অভিযান ডিউটি করা কালীন এসআই মজিবুর মোল্লা, এএসআই সুজাদুজ্জামান ও এএসাই আরশাদ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে শনিবার বিকেলে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করেছে।

সর্বশেষ - রামগতি উপজেলা