৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ সকাল ৭:৩০ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর
  3. কিশোরগঞ্জ
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. নারী ও শিশু
  10. নোয়াখালি
  11. ফেনী
  12. বিনোদন
  13. ভোলা জেলা
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

ইটনায় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী উদযাপন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ১৫, ২০২৩ ১১:১০ অপরাহ্ণ

এম তাজুল ইসলাম, ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করা হয়।

মঙ্গলবার ১৫ই আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারী আধা-সরকারী স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ০৯.০০ উপজেলা প্রশাসন, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, ইটনা উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংঘঠনের নেতা কর্মীগণ জাতির পিতার ম্যুরালে পুষ্প স্তবক অর্পন করেন। পরে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক তথ্য চিত্র ও ডুকেমেন্টারি প্রদর্শন শেষে ইটনা উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

ইটনা উপজেলা নির্বাহী অফিসার রেজা মোঃ গোলাম মাসুম প্রধান এর সভাপত্তিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা মিঠামইন, অষ্টগ্রাম) এর মাননীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান।

বক্তব্য রাখেন ইটনা উপজেলা সহকারী কমিশনার ভূমি কিশোর কুমার দাস, ইটনা থানা অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম মোল্লা, ইটনা উপজেলা সমবায় অফিসার মাহফুযুল আমিন, ইটনা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, ইটনা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন প্রমূখ।

বক্তাগণ জাতীয় শোক দিবসে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী শ্রেষ্ট শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন ইটনা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. মনিরুজ্জামান। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করেন।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর