২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৪:৪৬ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. ঢাকা
  8. তথ্য-প্রযুক্তি
  9. নারী ও শিশু
  10. নেত্রকোনা জেলা
  11. নোয়াখালী জেলা
  12. ফরিদগঞ্জ
  13. ফেনী জেলা
  14. বিনোদন
  15. ভোলা জেলা

পাকুন্দিয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ৫, ২০২৪ ১১:১৭ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: করব ভূমি পুনরুদ্ধার। রুখবো মরোময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পাকুন্দিয়ায় বিক্ষরোপণ করে বিশ্ব পরিবেশ দিবস উদ্বোধন ও র‌্যালীসহ আলোচনা সভা অনুষ্ঠত হয়েছে।

বুধবার সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর-এ-আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজেমুল হক, অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু, পাকুন্দিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আল-আমিন, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রণির ছাত্রী সাবাহা কাদির ইউশা প্রমুখ।

আলোচনা শেষে সভাপতির বক্তব্যে মো. বিল্লাল হোসেন বৈশ্বিক জলবায়ুর ক্ষতিকর প্রভাব মাকাবেলায় এবং আগামী প্রজন্মের জন্য পরিবেশ বান্ধব বিশ্ব গড়তে প্রত্যেককে গাছ লাগনো, পরিচর্চাসহ পরিবেশের ক্ষতিকারক কাজ রুধে নিরলশ প্রদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা