২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ সন্ধ্যা ৬:০৭ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর
  3. কিশোরগঞ্জ
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. নারী ও শিশু
  10. নোয়াখালি
  11. ফেনী
  12. বিনোদন
  13. ভোলা জেলা
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

বিএনপি’র চলমান আন্দোলনে নির্বাচনের কোন প্রভাব পড়বে না -এমপি আফজাল

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ৩০, ২০২৩ ১১:৫৩ অপরাহ্ণ

খাযরুল আলম ফয়সাল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের বর্তমান সংসদ সদস্য আফজাল হোসেন দ্বাদশ সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এ নিয়ে টানা চারবার এ আসনের নৌকার মাঝি হলেন তিনি। বাজিতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে আওয়ামী লীগ মনোনয়ন প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

এমপি আফজাল হোসেন বলেন, বিএনপি’র চলমান আন্দোলনে নির্বাচনের কোন প্রভাব পড়বে না। আরো বলেন, জামায়াতের নিবন্ধন নাই, আর বিএনপি’র যে আন্দোলন করছে এতে কোন প্রভাব পড়বে না। এছারা নির্বাচনে জাতীয় পার্টি সহ প্রায় ৩০ টি দল অংশগ্রহণ করছে। আগামী ৭ ই জানুয়ারি স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিবেন।

সংসদ সদস্য আফজাল হোসেন আরো বলেন, আমি ২০০৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই অন্ধকার জনপদ নিকলী-বাজিতপুর আলোকিত হয়েছে। এ এলাকার গ্রামগুলো ইতিমধ্যে শহরে পরিনত হতে যাচ্ছে। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার বিপ্লব ঘটেছে এ অঞ্চলে। আবার যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে চলমান উন্নয়ন কাজগুলোর ধারাবাহিকতাসহ বাকী কাজগুলো করব।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর