মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির চর আলগী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে আলী আহাম্মদ মিয়ার বাজারে আগুনে ৮ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (১৯ অক্টোবর) ভোরে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার ভোরে বেলালের মুদিদোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে রিপনের ফার্মেসী, বাবুলের চা দোকান, আকরামের ওয়ার্কশপ, আলমগীরের ফার্মেসী, জাকিরের কাঁচামালের দোকান, বাবলুর ফার্নিসারের দোকান ও বেলালের মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ভোররাতে সকল দোকান মালিকরা বাড়ীতে থাকায় কোন দোকান থেকে কেউ কোন মালামাল রক্ষা করতে পারেনি।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক বেলাল জানায়, আমরা বাড়ীতে ঘুমিয়ে থাকায় কোন খবর পাইনি। কোন দোকানদার কোন ধরনের মালামাল রক্ষা করতে পারি নাই। এতে ৮টি দোকনে থাকা প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল ও দোকান ঘর পুড়ে ছাই গেছে। আমাদের অনেক দোকানদার সর্বশান্ত হয়ে গেছে। সরকারী সহযোগীতা না পেলে তারা ঘুরে দাঁড়ানো সম্ভব নয়।
রামগতি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার খোকন পাটওয়ারী জানায়, আমাদের কাছে বাজারের লোকেশনের ভুল তথ্য প্রদান করায় ঘটনাস্থলে যেতে একটু দেরী হয়ে গেছে। এতে কয়েকটি দোকান আগুনের হাত থেকে রক্ষা করতে পানি নাই। প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে, বেলালের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে।