মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে ব্যাপক হারে গরু চুরির কারণে চরম আতংকে দিন কাটছে খামারী ও গৃহস্তের। অন্যদিকে ব্যাহত হওয়ার আশংকা দেখা দিয়েছে কৃষি উৎপাদনের। প্রতিদিনই উপজেলার কোথাও না কোথাও ঘটছে গরু চুরির ঘটনা। গরু চুরির ঘটনা সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে দ্বীপ চর সমূহের খামার মালিকদের খামারে।
বৃহস্পতিবার খামার মালিক জাহের মাঝি বাদী হয়ে তিন গরু চোরের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং-৮১২/২৫ তাং-২২/০৫/২০২৫ইং।
এজাহারে উল্লেখ করেন, চর আবদুল্যাহ ইউনিয়নের চর গজারিয়ার তেলির চর গ্রামের মুনাফ আলীর ছেলে গণি ও ইউসুফ, গণির ছেলে সোহাগ নামের এ চিহিৃত গরু চোর চক্রটি দ্বীর্ঘদিন থেকে উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরি করে। গত ২১ মে গভীর রাতে উল্লেখিত চোরের দল দ্বীপ চর গজারিয়ার তেলির চর গ্রামের তার খামার থেকে ১৯টি গরু নিয়ে যায়। এসময় বাথান মালিক জাহের মাঝি শোর-চিৎকার দিয়ে নদীর পাড়ের দিকে গিয়ে দেখেন এজাহারে উল্লেখিত আসামীরা গরুগুলো সহ দাঁড়িয়ে রয়েছে। এরমধ্যে চোরের দল ৫টি গরু নৌকায় তুলে আমাদেরকে দেশীয় অস্ত্র প্রদর্শণ করে পালিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা।
ভূক্তভোগী খামার মালিক জাহের মাঝি জানান, এ গরু চোর চক্রটি শুধু এলাকায় নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু, মহিষ, ছাগল, ভেড়া চুরি করে আসছে। এরা এ উপজেলার চিহিৃত গরু চোরচক্র। এ পর্যন্ত প্রায় দশ হাজার গরু, মহিষ, ছাগল, ভেড়া চুরি করার রেকর্ড রয়েছে তাদের। আমি আমার চুরি করে নিয়ে যাওয়া গরুগুলো উদ্ধার ও এ চিহিৃত চোর চক্রের বিরুদ্ধে তদন্তপূর্বক কঠিন শাস্তির দাবী জানাই।
জাহের মাঝি চর আবদুল্যাহ ইউনিয়নের চর গজারিয়ার তেলির চর গ্রামের মৃত আবদুল কাদের মাঝির ছেলে।
চর আবদুল্যাহ ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মঞ্জুর জানান, আমার ইউনিয়নে বেশ কিছুদিন থেকে গরু চুরির হিড়িক পড়েছে। জনসচেতনতা এবং প্রশাসনিক পদক্ষেপ জরুরী দরকার।
রামগতি থানা অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, গরু চুরির বিষয়ে নির্দিষ্ট একটি অভিযোাগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।