মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলার বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলা জামায়াতের আয়োজনে পৌর আলেকজান্ডার কামিল মাদ্রাসা হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা আমীর মাওলানা আবদুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মহসিন কবির মুরাদ, বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর ও জেলা বারের সাবেক সভাপতি এড. শাহাদাত হোসেন, উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী আলী মুর্তজা, পৌর আমীর মাওলানা আবুল খায়ের, পৌর সেক্রেটারী মাওলানা জাফর আহাম্মদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে আগামী দিনের জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রতিদ্বন্দি প্রার্থীদের নাম ও সাংগঠনিক কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়।
প্রধান অতিথি জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মহসিন কবির মুরাদ তার বক্তব্যে বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে সুন্দর ভাবে দায়িত্বশীল সমাবেশ সম্পন্ন হয়েছে। জামায়াত সাংগঠনিক যোগ্যতা, শিক্ষা, তাকওয়ার ভিত্তিতে সাংগঠনিক সিদ্ধান্তে সংসদ সদস্য, ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতাকারী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সে মোতাবেক মাঠ পর্যায় কাজ চলছে।