মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে-আনব হাসি সবার ঘরে” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের সাথে লক্ষ্মীপুরের রামগতিতে চিত্রাংকণ, রচনা প্রতিযোগীতা, কবিতা আবৃতি, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, আলোচনা সভা, দোয়া মিলাদ মাহফিল সহ নানান কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে পরিষদ প্রাঙ্গণে প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে হল রুমে আলোচনা সভা, পুরস্কার বিতরনী অনুষ্ঠান শেষে চর পোড়াগাছা ইউনিয়নের শেখের কিল্লায় জাতির পিতার প্রতিষ্ঠিত ও স্মৃতি বিজড়িত গুচ্ছগ্রামে জাতির পিতার স্মৃতি স্তম্বে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।
এছাড়া গুচ্ছগ্রামে এবং ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জাতির পিতা ও তার পরিবারবর্গের শাহাদত বরণকারী সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত করা হয়।
সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠান মালায় অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মোছলেহ উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা আ’লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ মুরাদ, সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ফারুক, উপজেলা আ’লীগ সহ সভাপতি আবুল কাশেম নিজাম, পোড়াগাছা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন হাওলাদার প্রমূখ।


 
                    







 
                                     
                                     
                                     
                                    








