সাম্প্রতিক স্বদেশ ডেক্স: লক্ষ্মীপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় কর্তৃক বাস্তবায়নাধীন ”শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে বহিরাঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ মে) সন্ধ্যায় জেলার রামগতি উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের উপ-সচিব মোহাম্মদ গোলাম আজম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমান, রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ, পৌর মেয়র মেজবাহ উদ্দিন মেজু , জেলা তথ্য কর্মকর্তা সত্যেন্দ্র চন্দ্র পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্বাহী ও সহকারী প্রকল্প পরিচালক মাহবুবা ফেরদৌস।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।



















