৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১০:১২ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

রামগতিতে শহীদ শেখ রাসেল দিবস পালিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ১৮, ২০২২ ১১:০২ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: “শেখ রাসেল নির্মলতার প্রতিক, দুরন্ত প্রাণবন্ত নির্ভিক” প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতিতে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, র‌্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতির পিতার কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২২।

মঙ্গলবার (১৮অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অস্থায়ী ভাবে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন উপজেলা প্রশাসন, পরিষদ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

এ উপলক্ষে আয়োজিত র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল হাসনাত খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, চর আলগী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটন চৌধুরী, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, বড়খেরী ইউপি চেয়ারম্যান হাসান মাকসুদ মিজান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ফারুক সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভা শেষে শেখ রাসেল দিবস উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - কমলনগর উপজেলা