মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে এক কিশোরীকে হাত পা বেধেঁ ধর্ষণের ঘটনায় দুই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে গোপন সূত্রের খবরে অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক শরীফকে এবং একই দিন বিকালে অপর অভিযুক্ত রাজুকে চর গাজী ইউনিয়নের টুমচর এলাকা থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
ভুক্তভোগী পরিবারের লোকজন জানায়, বুধবার সকালে বাড়ির আঙিনার পাশে নিজেদের পালিত ছাগল বেঁধে আসে কিশোরী। দুপুরে ছাগল আনতে গেলে একই এলাকার জুয়েল (১৮), আজাদ (১৭), রাজু (১৮) ও শরীফ (২৪) তার হাত পা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে মেয়েটির গোঙানির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষকদল পালিয়ে যায়।
এদিকে এ ঘটনা কাউকে না জানাতে ধর্ষিতা কিশোরীর পরিবারের লোকজনকে নানা ধরনের হুমকি ধমকি ও চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে ধর্ষকদের বিরুদ্ধে। স্থানীয় বিএনপি নেতা আবদুর রহমান ও সাহাব উদ্দিন বিষয়টি মীমাংশার কথা বলে ভূক্তভোগী কিশোরীর পরিবারের কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ দেয়ার জন্য চাপ দেন। ঘুষের বিষয়টি জানাজানি হলে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এতে প্রশাসন চাপে পড়ে যায়। পরে ভূক্তভোগী কিশোরী ও তার পরিবারের লোকজনকে থানায় ডেকে নিয়ে যায় পুলিশ।
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ৪ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।
রামগতি থানা অফিসার ইনচার্জ মো. কবির হোসেন কিশোরী ধর্ষনের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এরই মধ্যে আমরা ২ ধর্ষককে গ্রেফতারে সক্ষম হয়েছি বাকি ধর্ষকদের আটকে আমাদের অভিযান অব্যহত রয়েছে।