১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১২:৩৯ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

রামগতির বিএনপি’র পদ বঞ্চিতদের বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ২, ২০২২ ১১:০৬ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে নবগঠিত উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের পদ বঞ্চিত হাজারো নেতা কর্মীরা।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধায় চর গাজী ইউনিয়নের রামগতি বাজারে কয়েক হাজার নেতা কর্মী সহ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মীর আক্তার হোসেন বাচ্চু, সহ-সভাপতি মুনির চৌধুরী শামীম। সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবি আবদুল্যাহ সহ পদ বঞ্চিত নেতৃবৃন্দ।

এসময় উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মীর আক্তার হোসেন বাচ্চু তার বক্তব্যে বলেন, সাবেক সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজান তার একক সিদ্ধান্তে শুধুমাত্র তার পদলেহনকারী অনুগতদের নিয়ে ত্যাগী নেতা কর্মীদের বাদ দিয়ে উপজেলা বিএনপি’র পকেট কমিটি গঠন করেন। এতে করে দলের দুর্দিনের ত্যাগী নেতাকর্মীরা পদ বঞ্চিত হয়েছে।

বক্তব্যে তিনি আরো বলেন, তদবির করে অনুমোদিত তার ব্যক্তির অনুগত মনগড়া পকেট কমিটি বাদ দিয়ে সঠিক বিচার বিশ্লেষণের মাধ্যমে সকলের সাথে সমন্বয় করে পুনরায় উপজেলা কমিটি গঠন করার আহ্বান জানান। যদি নতুন কমিটি করা না হয় তাহলে রামগতি কমলনগরে সাবেক সাংসদ আশরাফ উদ্দিন নিজানকে অবাঞ্চিত করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন তিনি।

এর আগে শনিবার বিকালে চর রমিজ ইউনিয়নের বিবিরহাট বাজার, সোমবার কমলনগর উপজেলায় একই দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে পদ বঞ্চিতরা।

প্রসঙ্গত: গত রবিবার (২৯অক্টোবর) রাতে ডা: জামাল উদ্দিনকে আহবায়ক ও সিরাজ উদ্দিনকে সদস্য সচিব করে ৪৭ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি অনুমোদন করে জেলা বিএনপি। তাৎক্ষনিক এ কমিটিকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে পদ বঞ্চিত ত্যাগী নেতা কর্মীরা।

সর্বশেষ - কমলনগর উপজেলা