মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: গত কয়েকদিন থেকে জ্বর সর্দি কাশি হৃদরোগ জনিত সমস্যা আক্রান্ত হয়ে বিবিরহাট নিজ বাসায় ছিলেন চিকিৎসাধীন ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল। অবস্থার অবনতি হওয়ায় ভর্তি হন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ শয্যা হাসপাতালে। তার আরো উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় ডাক্তারগণ প্রেরণ করেন ঢাকায়।
শরাফ উদ্দিন আজাদ সোহেল রামগতি-কমলনগর এর রাজনীতির পরিচিত প্রিয় মুখ। অসংখ্যবার চর রমিজ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। দুইবার নির্বাচিত হন উপজেলা চেয়ারম্যান হিসেবে। সাবেক উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল গুরুতর অসুস্থতায় নোয়াখালীর একটি বে-সরকারি হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে প্রথমে কুমিল্লায় পরে এয়ার এম্বুলেন্স নিয়ে যাওয়া হয় ঢাকায়। বর্তমানে তিনি ঢাকায় ইউনাইটেড হাসপাতালে আইসিইউ তে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তাহার পরিবারের সদস্যরা। শরাফ উদ্দিন আজাদ সোহেল সম্ভ্রান্ত আজাদ মিয়ার পরিবারের সন্তান। তিনি দীর্ঘদিন থেকে বিএনপি’র রাজনীতির সাথে যুক্ত ছিলেন, ছিলেন উপজেলা বিএনপি’ সাবেক সভাপতি। মহান মুক্তি সংগ্রামের এফএফ গ্রুপের নোয়াখালী ই-জোন কমান্ডার আবুল কালাম মো. আজাদ মিয়ার মেজো ছেলে।