২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রাত ১০:৩৭ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর
  3. কিশোরগঞ্জ
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. নারী ও শিশু
  10. নোয়াখালি
  11. ফেনী
  12. বিনোদন
  13. ভোলা জেলা
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

রামগতি থানায় পুলিশ সুপারের মতবিনিময়

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ২০, ২০২২ ১১:২৮ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি থানায় স্থানীয় গণ্যমান্য, সুশীল সমাজ. বিভিন্ন রাজনৈতিক দল. জনপ্রতিনিধি, সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ।

রামগতি থানার আয়োজনে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকালে থানা প্রাঙ্গণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রামগতি থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হোসেন, উপজেলা আ’ লীগের সহ সভাপতি কনক দাস। এ সময় উপস্থিত ছিলেন ইন্সপেক্টর তদন্ত আমিনুর রসুল, ইউপি চেয়ারম্যান মেম্বারগণ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, থানার অন্যান্য অফিসারগণ এবং পুলিশ সদস্যরা।

মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এ শ্লোগানকে সামনে রেখে এ জেলার আইন, শৃংখলা, উন্নয়ন অগ্রগতিতে আমরা নিজেদের নিয়োজিত রাখবো। পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে আমাদের ভূমিকা থাকবে অগ্রগণ্য। পুলিশকে জনগণ ভয় পাবেনা ভয় পাবে অপরাধীরা।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর