১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৮:৪৭ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

লক্ষ্মীপুর ঝুমুর ইলিশ চত্বরের সৌন্দর্য চাপা পড়ছে ব্যানার পেস্টুন ও বিলবোর্ডে

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ৩, ২০২৫ ১১:৪৮ অপরাহ্ণ

মো. নোমান হোসেন,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর ঝুমুরের ইলিশ চত্বর। দিনে বা রাত সৌন্দর্যের প্রতীক। দেখতে মন জুড়ানো চোখ ভুলানো রুপালি কারুকার্য আকা ইলিশ দেখতে একবারে যেন পদ্দার রুপালি ইলিশ। অথছ এ সৌদর্য্য আজ চাপা পড়ছে ব্যানার, পেস্টুন ও বিলবোর্ডের নিছে। মনে হয় সৌন্দর্যের নগরের এ চত্বরের জ্যান্ত ইলিশ চাপা পড়ছে নরকের নিছে।

স্থানীয় লোকজন জানান ইলিশ চত্বর এখানকার সৌন্দর্যের প্রতীক। অথচ আজ শহর কিংবা নগর চত্বর কিংবা পার্ক সব কিছু বিলবোর্ড ব্যানার পোস্টারে নিছে চাপা পড়ছে। যখন যে দল আসে তখন সে দলের নেতা কর্মীদের পোস্টারে সব কিছুর সৌন্দর্য চাপা পড়ে। অনেক সময় দেখা যায় সরকারের গুরুত্বপূর্ণ নোটিশ ও দলিয় নেতাদের কর্মীদের ব্যানারের নিছে চাপা পড়ে। এ ব্যাপারে সব সময় প্রশাসন থাকে নির্ভীক নিশ্চুপ।
লক্ষীপুরে ঝুমুর স্টেশন, উত্তর স্টেশন, দক্ষিণ স্টেশন সহ বিভিন্ন যায়গা দেখা যায় একই চিত্র। লক্ষ্মীপুর ঝুমুরের ইলিশ চত্বর থেকে পুলিশ বাক্স বিশ ফুট দূরে অথচ এ ব্যাপারে নেই তাদের কোন পদক্ষেপ।

জেলা প্রশাসক কার্যালয় থেকে এ চত্বর মাত্র একশ ফুট দূরে। প্রতিদিন এ চত্বরের পাশ দিয়ে জেলা প্রশাসক সহ বিভিন্ন কর্মকর্তা গন যাওয়া আসা করেন। তার পরেও নেই কারো এ ব্যাপারে কোন ভুরুক্ষেপ। আরও এক ভয়াবহ চিত্র সেখানে। ময়লার স্তুপ আর দুর্গন্ধ। মনে হয় ময়লার দুর্গন্ধে সেখানকার মানুষ, পথচারী একে বারে অতিষ্ঠ। এখন জনসাধারণ বলেন এ বিলবোর্ড, ব্যানার পেস্টুন অপসারণ করে সৌন্দর্য বর্ধিত করা এবং ভবিষ্যতে কেউ যেন যেখানে সেখানে পোস্টার সহ বিভিন্ন বিজ্ঞাপন না লাগাতে পারে সে ব্যাপারে কঠিন পদক্ষেপ নেওয়া। এবং যেখানে সেখানে ময়লা না ফেলার ব্যাপারে শাস্তির ব্যবস্থা করা। না হয় যেখানে সেখানে ময়লা ফেলার কারণে মানুষের বসবাসের নগরী হয়ে উঠবে বসবাস হীন।

স্থানীয় বাসিন্দারা জানান ঝুমুর স্টেশনের এ চত্বর টি বিগত পাঁচ ছয় মাস পূর্বে ছিল শহরের সৌন্দর্য বর্ধিত ইলিশ চত্বর। লোকজন এ চত্বরে এসে ছবি তুলতো। দাড়িয়ে এ চত্বরের সৌন্দর্য উপভোগ করত। অথচ দেখা যায় পাঁচ ছয় মাসের ব্যবধানে এ চত্বর জনগণের কাছে হয়ে উঠছে দূর্বিষহ। এখন আর কেউ ছবি তোলা সৌন্দর্য উপভোগ করাতো দূরের কথা এখান দিয়ে যাওয়ার সময় সময় সবাই ময়লার দুর্গন্ধে নাক চেপে দ্রুত চলে যায়। কারণ হিসেবে সবাই দূর্ষে অচেতনতা ও প্রশাসনের অবহেলা।

সর্বশেষ - কমলনগর উপজেলা