১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১২:৪২ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

লক্ষ্মীপুর হাসন্দি উচ্চ বিদ্যালয়ে নির্বাচনে রাবেয়া জয়ী

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ২৪, ২০২৩ ২:২২ অপরাহ্ণ

মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার ১নং উত্তর হামছাদী ইউনিয়নের হাসন্দি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন ২৩ আগষ্ঠ (বুধবার) অনুষ্ঠিত হয়। একটি পদে সংরক্ষিত নারী মহিলা অভিবাবক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে রাবেয়া আক্তার ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী ফারজানা আক্তার ৫৯ ভোট পায়। ৩৪৪ জন ভোটারের মধ্যে ২২৯ জন ভোটার সকাল ৯ থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়। সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে ভোটাররা উৎসাহ উদ্দিপনা নিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

বিকেলে প্রিসাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব জানান, সকলের আন্তরিক সহযোগীতায় সুষ্ঠ ও শান্তিপূর্ন নির্বাচন আয়োজন করা সম্ভব হয়েছে। নির্বাচনে রাবেয়া আক্তার ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফারজানা আক্তার ৫৯ ভোট পায়।

এলাকাবাসী জানান, দীর্ঘ দিন থেকে একটি প্রভাবশালী মহল বিদ্যালয়ের নির্বাচন বন্ধ রেখে এডহক কমিটি কার্যক্রম চালায়। অবশেষে স্থানীয়দের আন্দোলন ও আপত্তির মুখে বিদ্যালয় কর্তৃপক্ষ অবশেষে নির্বাচন করে।

উল্লেখ যে, এর আগে বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে দাতা সদস্য ইলিয়াছ কবির, অভিভাবক সদস্য আবদুল্লাহ আল মামুন, মো. ফারুক হোছাইন, মো: মামুন হোছাইন,রিপন আহমেদ,শিক্ষক প্রতিনিধি হিসেবে মাজহারুল কুদ্দুস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। এর পরে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত