৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ সকাল ১০:১৬ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর
  3. কিশোরগঞ্জ
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. নারী ও শিশু
  10. নোয়াখালি
  11. ফেনী
  12. বিনোদন
  13. ভোলা জেলা
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

হোসেনপুরে ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট শেয়ার, প্রভাষক প্রেফতার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ৫, ২০২১ ১১:৪৭ অপরাহ্ণ

মো: জাকির হোসেন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ছবি ও মন্তব্যসহ ধর্মীয় স্পর্শকাতর বিষয়ে ফেসবুকে পোস্ট শেয়ার করার দায়ে প্রভাষক মোহাম্মদ রুহুল আমীনকে প্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে কিশোরগঞ্জ জেলা শহরের আখড়াবাজার ব্রিজ সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গত ১৪ অক্টোবর ‘স্বপ্নের পৃথিবী শুধু অন্ধকার’ নামে একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে একটি পোষ্ট করা হলে ঐদিন রুহুল আমীন সেই পোষ্টটি তার নিজের প্রোফাইলে শেয়ার করেন। এর পর সেখান থেকেই পোষ্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ জানান, ২৩ অক্টোবর সন্ধ্যার দিকে বিষয়টি অবগত হয়ে হোসেনপুর থানা পুলিশকে অবহিত করি।

সে হোসেনপুর উপজেলা সদরের হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের রসায়নের প্রভাষক ও ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কড়ইকান্দি গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

এব্যাপারে রুহুল আমীনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হোসেনপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন তাকে কিশোরগঞ্জ কোর্টে প্রেরন করা হয়েছে।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কিশোরগঞ্জ