মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির চরগাজী ইউনিয়নের মেম্বার মো. ফরিদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, অসত্য সংবাদ পরিবেশন, নানান ধরনের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
রবিবার বিকালে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোহাম্মদপুর তেগাছিয়া বাজারে এ প্রতিবাদী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী চলা এ কর্মসূচীতে বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. ফরিদ, স্থানীয় গণ্যমান্য রাশেদুল ইসলাম, মাওলানা শরীফ সহ কয়েকজন।
এ সময় বক্তারা বলেন মো. ফরিদ চর গাজী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডেও মেম্বার। এ এলাকার পতিত একজন আওয়ামী লীগ নেতা ও চিহিৃত কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক লোক তাদের অ¯্রবাজি, চুরি-ডাকাতি, কমিশন ও দখল বাণিজ্য, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য ও নির্যাতন করে আসছে চরাঞ্চলের মানুষদের। নদীতে এবং মাছঘাট সমূহে চালিয়েছে কমিশন বাণিজ্য। তাদের এ ভয়াবহ মাদক, অ¯্র চোরাচালান, কালোবাজারি, দখল-কমিশন বাণিজ্যের প্রতিবাদ করায় ফরিদের বিরুদ্ধে মেতে উঠা ষড়যন্তের অংশ হিসেবে তাদের অসৎ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যৌথ বাহিনীর নিকট মিথ্যা অভিযোগ দায়ের ও সাংবাদিকদেও নিকট অসত্য তথ্য দিয়ে তার বিরুদ্ধে রাজনৈতিক দূরভিসন্ধিমূলক মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করে।
বক্তাগণ, এ মিথ্যা ও রাজনৈতিক দূরভিসন্ধিমূলক অসত্য সংবাদ প্রচারের তীব্র নিন্দা জানান ও প্রকাশিত সংবাদ এবং মেম্বার ফরিদের বিরুদ্ধে আনীত অসত্য অভিযোগ প্রত্যাহারের জোর দাবী জানান।
তারা বলেন, আওয়ামী লীগের পতিত নেতা আবদুল ওয়াহেদ তার বিশ্বস্ত সহযোগী ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আন্ত: দেশীয় ডাকাত সর্দার আবদুর রবকে দিয়ে চালাচ্ছেন রামরাজত্ব। দখল করে রেখেছেন টাংকি এলাকার ২ শতাধিক দোকান, মাছঘাট ও মেঘনা নদী। রবকে তার নিয়ন্ত্রিত ওয়ার্কশপ থেকে বিপুল পরিমাণের দেশীয় অস্রসহ দুইবার আটক করে কোষ্টগার্ড ও র্যাব। আবদুর রব তার ভাতিজা জামশেদ, ইদ্রিছ, মোস্তফা ডাকাত, হান্নান ডাকাত, শাহাবুদ্দিন ডাকাত, শাহীন সহ অসংখ্য ডাকাত বাহিনী নিয়ে এখনো রয়েছে বহাল তবিয়তে। ৫০ এর অধিক ফিসিং বোট রয়েছে যেগুলো আন্ত: মহাদেশীয় মাদক অস্র চোরাচালানে নিযুক্ত। আবদুর রব বয়ার চরের ত্রিপল মার্ডার, হাতিয়ার আরিফ মার্ডার, কবির মার্ডার সহ অসংখ্য মামলার এজাহারভূক্ত আসামী।
তারা আরো বলেন, বিএনপি’র বহিস্কৃত নেতা মীর আক্তার হোসেন বাচ্চু দ্বীর্ঘদিন থেকে সাইফুল, মাংতা কালা ডাকাত, শামীম ডাকাত, বাচেক ডাকাত, জামাল মাঝি সহ বেশ কিছু ডাকাত বাহিনী দিয়ে বয়ার চর এলাকায় অরাজকতা চালানোর চেষ্টায় লিপ্ত রয়েছে। বাচ্চু চেয়ারম্যান ৯৯ সালের প্রথম দিকে তার নিজ বাড়ী থেকে রকেট লাঞ্চার, পিস্তল বিপুল পরিমাণের অস্র এবং ৫৫জন ডাকাত সহ আটক হয়ে প্রায় ২ বছর জেল খাটে।
ইউপি সদস্য মো. ফরিদ জানান, আমরা এ চরের সৃজন থেকে ভূমিহীনদের সাথে ছিলাম, এখনা আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। কোন মানুষকে নির্যাতন হয়রানি করলে মানুষ আমাদের সাথে থাকতোনা। ছাত্রজনতার অভ্যুত্থানের পর পুলিশের নিরাপত্তায় কাজ করেছি। বর্তমানে পতিত এ অপশক্তিগুলো আবার দখল বাণিজ্য ও ডাকাতির রাজত্ব করার জন্য আমার বিরুদ্ধে বিষোধগার করছে।