১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৯:৫৭ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

রামগতিতে সেনা সদস্য কপিলের শেষকৃত্য অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ১৫, ২০২২ ১১:২০ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ১ নং ওয়ার্ডের কৃতি সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স করপোরাল কপিল মজুমদার মস্তিষ্কে রক্তক্ষরণজণিত কারণে দক্ষিণ সুদানে আনমিস মৃত্যবরণ করেন।

জানা যায়, গত ৫ এপ্রিল সে দক্ষিণ সুদানে শান্তিরক্ষী মিশনে কর্মরত অবস্থায় ষ্ট্রোক করেন। তাৎক্ষনিক তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবারো ষ্ট্রোক করলে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণজণিত কারণে তার মৃত্যু হয়।

বুধবার (১৩ এপ্রিল) তার মরদেহ দেশে এসে পৌছে। সেনা দপ্তরের সকল আনুষ্ঠানিকতা শেষে সেনা সদস্যর মরদেহের অন্তোষ্টিক্রিয়া সম্পন্নের জন্য আজ ১৪ এপ্রিল সকালে আর্মি এভিয়েশন এর হেলিকপ্টার যোগে তার নিজ গ্রামের বাড়ী লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ১ নং ওয়ার্ডে নিজ বাড়ীতে নিয়ে আসা হয়। তার মরদেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরী, সহকারী কমিশনার ভূমি মো. আবুল হাসানাত খাঁন, থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন সহ পরিবারের সদস্য ও স্বজনরা।

এসময় পরিবারের সদস্যদের এবং স্ত্রী ও একমাত্র শিশুপুত্রের গগণবিদারী চিৎকারে চর সীতা তোরাব আলী উচ্চ বিদ্যালয়র মাঠের অস্থায়ী হেলিপ্যাড এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে।

কপিলের অকাল মৃত্যুতে গভীর শোক সমবেদনা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসিম, উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন ভিপি হেলাল, শাহ মো. রাকিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কপিল মজুমদার রামগতি পৌরসভার ১ নং ওয়ার্ডের বড় বাড়ীর প্রানেশ চন্দ্র দাসের ছেলে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত