১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রাত ১০:৩৭ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর
  3. কিশোরগঞ্জ
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. নারী ও শিশু
  10. নোয়াখালি
  11. ফেনী
  12. বিনোদন
  13. ভোলা জেলা
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

কিশোরগঞ্জ-৫ আসনে টানা চতুর্থবারের মতো নৌকা পেলেন আফজাল

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ২৯, ২০২৩ ১১:৩০ অপরাহ্ণ

খায়রুল আলম ফয়সাল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের বর্তমান সংসদ সদস্য আফজাল হোসেন দ্বাদশ সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এ নিয়ে টানা চারবার এ আসনের নৌকার মাঝি হলেন তিনি।

দলীয় মনোনয়ন পত্র হাতে পেয়ে নির্বাচনী এলাকায় এসেছেন মঙ্গলবার (২৮ নভেম্বর)। নিকলী-বাজিতপুরের হাজার হাজার মানুষ তাকে ফুলের মালা দিয়ে বরন করেন। পরে বাজিতপুর ডাকবাংলো মাঠে সংবর্ধনা দেওয়া হয় সকল শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে।

আসনটি একসময় বিএনপির দুর্গ হিসাবে খ্যাত থাকলেও বর্তমার সংসদ সদস্য আফজাল হোসেনের হাত ধরে এখন আওয়ামী লীগের দুর্গ বললেও ভুল হবেনা।

১৯৯০ সনে স্বৈরাচার সরকারের পতনের পর ১৯৯১ সনের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে ২০০১ সনের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত টানা তিনবার কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনটি ছিলো বিএনপির দখলে।

এরপর ২০০৮ সনে নবম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আফজাল হোসেন। পরে ২০১৪ সনে দশম ও ২০১৮ সনে একাদশ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে টানা তিনবার কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এবার নির্বাচিত হলে টানা চারবার নির্বাচিত হবেন।

হাওর অধ্যুষিত এ আসনটি এক সময় ছিল অবহেলিত অন্ধকার জনপদ। গত ১৫ বছরে শতভাগ বিদ্যুতায়নসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতেও আমূল পরিবর্তন হওয়ায় বর্তমানে বেড়েছে কর্মসংস্থান।

বাজিতপুর উপজেলার হালিমপুর এলাকার জামাল মিয়া বলেন, আমাদের অঞ্চলের ছোট বড় সকল রাস্তা এখন পাকা হয়েছে। ১৪ বছর আগে এসব রাস্তা কাঁচা ছিলো। এখন আর আমাদের এলাকায় বেকার নেই। সিএনজি, রিকশা চালিয়ে রোজগার করা খুব সহজ এখন। আমাদের এলাকার এমপি আফজাল হোসেন টানা তিনবার ক্ষমতায় থেকে আমাদের এলাকার উন্নয়ন করেছে। এর আগে এমন উন্নয়ন কেউ করেনি। আগামীতে আরও উন্নয়ন তিনিই করবেন, এমন আস্থা আছে আমাদের এমপি’র প্রতি।

সংসদ সদস্য আফজাল হোসেন বলেন, আমি ২০০৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই অন্ধকার জনপদ নিকলী-বাজিতপুর আলোকিত হয়েছে। এ এলাকার গ্রামগুলো ইতিমধ্যে শহরে পরিনত হতে যাচ্ছে। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার বিপ্লব ঘটেছে এ অঞ্চলে। আবার যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে চলমান উন্নয়ন কাজগুলোর ধারাবাহিকতাসহ বাকী কাজগুলো করব।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে এমপি আবদুল্লাহ’র সাথে মাদ্রাসা শিক্ষকদের মতবিনিময়

কুলিয়ারচরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আরএমপি’র কমিশনার-সহ ৪০০ জনকে পদক পরালেন প্রধানমন্ত্রী

পাকুন্দিয়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পত্নীতলায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নান্দাইলে এডভোকেট আবদুল হাই কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

পাকুন্দিয়ায় বেসরকারী গ্রন্থাগারে বই বিতরণ

পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে বাড়িঘর ভাংচুর-লুটপাট, আহত ১

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে কী ঘটেছিলো একান্ত আলাপচারিতায় আবু শামা

কমলনগরের গ্রীষ্মকালীন তরমুজ চাষ, লক্ষমাত্রা অর্জনে ব্যাপক প্রস্তুতি