মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: প্রগতিশীল প্রযুক্তি- অন্তর্ভুক্তিমূলক উন্নতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপরের কমলনগরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদের স্পন্দন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌস আরা, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার রক্সি, ওসি তদন্ত মেলকাম ডি সিলভা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ সফিক উদ্দিন, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কুদ্দুস ও মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোরশেদ আলম প্রমূখ।
আলোচনা শেষে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থীদের মাঝে বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়।



















