মুহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ”অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১০ ঘটিকায় উপজেলা মৎস্য বিভাগ একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদের স্পন্দন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তূর্য সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান।
পরিসংখ্যান কর্মকর্তা আবদুল আজিজের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা ইকতারুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ইসমাইল হোসেন, প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু, সাধারণ সম্পাদক মো ফয়েজ, জাতীয় মৎস্য জীবি সমিতির সদস্য এবিএম সিদ্দিক ফকির, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্য জীবি সমিতি সাধারণ সম্পাদক আবুল কালাম মাঝি, সফল মৎস্য চাষী কবির হোসেন হাওলাদার প্রমূখ।
সভা শেষে দুই জন সফল মৎস্য চাষীকে সন্মাননা দেওয়া হয়।